আইপিএল নিলামে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:৫১
আইপিএলের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। ৯ কোটি রূপিতে মুস্তাফিজকে দলে টানার পর ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন।
সঙ্গীত সোম আরও হুঁশিয়ারি দিয়েছেন, মুস্তাফিজুর রহমান ভারতে গেলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না। তিনি বলেন, “মুস্তাফিজুর মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তাহলে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত।”
তিনি অভিযোগ করেন, শাহরুখ ভারত থেকে অর্থ উপার্জন করে তা দেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করছেন এবং দেশদ্রোহী আচরণ করছেন। এছাড়া তিনি বলেন, “এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।”
অতীতেও শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক হয়েছে। তবে এবার মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে সরাসরি ‘গাদ্দার’ সম্বোধন পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে। এখন নজর কেকেআর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও মুস্তাফিজের আইপিএল যাত্রা কতটা মসৃণ হবে তাতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।