স্টেডিয়ামে মাঠে লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়্যারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। ঘটনার সময় দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ ওয়ার্ম আপে ব্যস্ত ছিলেন।
মাঠে সতর্কতার সঙ্গে দ্রুত তাকে ঘিরে দলীয় স্টাফরা সিপিআর প্রদান করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাহবুব আলী অনুশীলনের সময় অসুস্থ বোধ করলে মাঠেই পড়ে যান এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
দেশের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সহকারী কোচের শারীরিক অবস্থা গুরুতর হলেও চিকিৎসা শুরু হয়েছে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনার ধাক্কা সামলেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। টস জিতে রাজশাহী ওয়্যারিয়র্সকে ফিল্ডিংয়ে নামাতে বাধ্য হয় ঢাকা ক্যাপিটালস।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।