বার্নাব্যুতে অনিশ্চিত ভবিষ্যৎ রদ্রিগোর, জানুয়ারিতেই ছাড়তে পারেন রিয়াল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:৩৮
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগোর সময়টা ভালো যাচ্ছে না সান্তিয়াগো বার্নাব্যুতে। ধারাবাহিকভাবে একাদশের বাইরে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে ইউরোপীয় ফুটবলে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্যত দলে জায়গা হারানো এই ব্রাজিলিয়ান তারকা আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ছাড়লে রদ্রিগোর সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট—আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। দুই ক্লাবই দীর্ঘদিন ধরে তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
খেলোয়াড় নিজেও মনে করছেন, বার্নাব্যুতে তার জন্য ফেরার আর কোনো স্পষ্ট পথ নেই। সে কারণেই জানুয়ারি থেকেই তার বিদায় প্রক্রিয়া দ্রুত করতে পারে রিয়াল কর্তৃপক্ষ। গত গ্রীষ্মেও ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ট্রান্সফার সম্পন্ন হয়নি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার শুরু থেকেই সক্রিয় হয়েছেন তার বাবা ও এজেন্ট।
তবে এই সম্ভাব্য ট্রান্সফারে বিলম্বের কারণ হয়ে দাঁড়াতে পারে কিলিয়ান এমবাপ্পের হাঁটুর চোট। চোটের কারণে কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে পারেন ফরাসি এই তারকা, ফলে আক্রমণভাগে বিকল্প হিসেবে রদ্রিগোকে ধরে রাখতে চাইতে পারে রিয়াল।
রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে বিক্রি করতে চাইলে প্রায় ১০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১,১৮০ কোটি টাকা) ট্রান্সফার ফি আশা করছে। যদিও তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, ফলে দর কষাকষিতে শক্ত অবস্থানেই রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ইংলিশ ক্লাবগুলোর পাশাপাশি ফরাসি জায়ান্ট পিএসজিও রদ্রিগোর প্রতি আগ্রহ ধরে রেখেছে এবং প্রয়োজনে প্রিমিয়ার লিগের প্রস্তাব ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২১ ম্যাচে ২ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। ট্রান্সফারমার্কেটে তার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ৬ কোটি ইউরো। তবে বয়স ও সম্ভাবনার বিচারে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।