সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

মনোনয়ন বাতিল অস্ট্রেলিয়া প্রবাসী সেই আ.লীগ নেতা জাকির হোসেন প্রধানিয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:১৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন বাতিলের মুখে পড়েছিলেন তিনি। সে সময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাকির হোসেন প্রধানিয়া। তবে দৈত ভোটার থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার জাকির হোসেন প্রধানিয়া জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সমর্থিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। তবে নির্ধারিত তারিখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের সময় নির্বাচন কমিশনের নির্ধারিত সব বিধি-বিধান ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হলেও যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জাকির হোসেন প্রধানিয়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম রীর উত্তমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে জাকির হোসেন দাবি করে আসছেন, তিনি আওয়ামী লীগের সব দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও তিনি তার পদত্যাগপত্র উপস্থাপন করতে পারেননি।

অন্যদিকে চাঁদপুর–৫ আসনে বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. মমিনুল হক, জামায়াতে ইসলামীর মাওলানা আবুল হোসাইন, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের বাহাদুর শাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মাহমুদ হাছান নয়ন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী পাটোয়ারী এবং এলডিপির ড. নেয়ামুল বশির।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top