মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

দিয়াজের গোলে তানজানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫০

ছবি: সংগৃহীত

ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে তানজানিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন, যারা শেষ ষোলোর অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে।

ঘরের মাঠ রাবাতে প্রায় ৭০ হাজার দর্শকের সমর্থন নিয়ে মাঠে নামে মরক্কো। ফিফা র‍্যাঙ্কিংয়ে তানজানিয়ার চেয়ে ১০১ ধাপ এগিয়ে থাকলেও ম্যাচে সহজ জয় পায়নি তারা। শক্ত প্রতিরোধ গড়ে তোলে তানজানিয়া। গোলের জন্য এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় ফেবারিট মরক্কোকে।

অবশেষে ম্যাচের ৬৪তম মিনিটে আশরাফ হাকিমির সহায়তায় জয়সূচক গোলটি করেন ২৬ বছর বয়সী ব্রাহিম দিয়াজ। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। শেষ ষোলোতেও গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

এর মাধ্যমে আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে প্রথম মরোক্কান ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করার কীর্তি গড়লেন দিয়াজ। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মরক্কো টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল। সর্বশেষ তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে।

ম্যাচ শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন,

“ম্যাচ বিশ্লেষণ করলে বোঝা যায়, আমরা মূলত দ্বিতীয়ার্ধেই খেলতে শুরু করেছি। তবুও আমি মনে করি, আমরা জয়ের যোগ্য ছিলাম।”

ক্যামেরুনের জয়, কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি

রোববার রাতের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ক্যামেরুন। প্রথমার্ধের ৩৪তম মিনিটে জুনিয়র তচামাদেউ এবং বিরতির পরপরই ৪৭তম মিনিটে ক্রিস্টিয়ান কোফানের গোলে এগিয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

লন্ডনে জন্ম নেওয়া স্টোক সিটির ডিফেন্ডার তচামাদেউ প্রথম গোলটি করেন। আর মাত্র ১৮ বছর বয়সী বায়ার লেভারকুসেন ফরোয়ার্ড কোফানে হেডে দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৮৮ মিনিটে এভিডেন্স মাকগোপা দক্ষিণ আফ্রিকার হয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

ম্যাচ শেষে ক্যামেরুন কোচ ডেভিড পাগু বলেন,

“এখনই মরক্কোর ম্যাচ নিয়ে ভাবছি না। আজকের জয়টা আগে উপভোগ করতে চাই। আমরা কষ্ট করে জিতেছি, বিশ্রাম দরকার।”

আগামী ৯ জানুয়ারি শুক্রবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও ক্যামেরুন। এর আগে শেষ আটে জায়গা করে নেওয়া মালি ও সেনেগাল একে অপরের মুখোমুখি হবে ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top