রুবেন আমোরিমের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব পেলেন ক্যারিক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৬:১৮
রুবেন আমোরিমের বিদায়ের পর ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে বসার গুঞ্জনে ছিলেন মাইকেল ক্যারিক ও ওলে গুনার সুলশার। তবে চলতি ২০২৫-২৬ মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের সঙ্গে নীতিগত চুক্তিতে পৌঁছেছে, জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
আগামী শনিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে সাবেক এই ইংলিশ তারকা ফুটবলারকে।
ক্যারিককে ইউনাইটেডের “ঘরের ছেলে” বলা যায়। পেশাদার ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি, এবং রেড ডেভিলদের হয়ে ৪৬৪ ম্যাচ খেলে একটি চ্যাম্পিয়নস লিগসহ পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।
কোচ হিসাবেও ক্যারিক একেবারেই নতুন নন। ২০২১ সালে ওলের বিদায়ের পর তিন ম্যাচে দলের দায়িত্বে ছিলেন তিনি, যেখানে ২ ম্যাচে জয় এবং একটি ড্র এনে দিয়েছেন। এরপর মিডলসবরোকে ১৩৬ ম্যাচ কোচিং করে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন এই ইংলিশ কোচ।
এবার ক্যারিক দায়িত্ব নিচ্ছেন ইউনাইটেডের শেষ ১১১ বছরের সবচেয়ে বাজে সময়ে, তাই সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে পারবেন কি না তা সময়ই বলবে। তবে তার লক্ষ্য থাকবে ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে ফেরানো। বর্তমানে কাঙ্ক্ষিত সেই স্পট থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে রেড ডেভিলরা।
দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই ক্যারিক মুখোমুখি হচ্ছেন পেপ গার্দিওলার পরিচালিত সিটির। এরপর লিগ শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে হবে ২৫ জানুয়ারি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।