বন্ধ হচ্ছে অ্যালেক্সা!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০০:৩৩
 
                                        অ্যামাজনের মালিকানাধীন অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম বন্ধ হতে যাচ্ছে। দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে ২০২২ সালের ১ মে বন্ধ হয়ে যাবে এই ওয়েবসাইট। অ্যালেক্সা ডটকমের এক নোটিশে এমন সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে।
এক ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করা হবে। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।
এতে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা ১ মে ২০২২ পর্যন্ত তার সুবিধা পাবেন।
অ্যালেক্সা ডটকমের অর্গানিক ট্রাফিক বেশ কিছুদিন ধরেই ক্রমাগত হ্রাস পাচ্ছে। প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধের পদক্ষেপটি এর জনপ্রিয়তার উল্লেখযোগ্য হ্রাসের কারণেও হতে পারে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। এদিকে বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এনএফ৭১/এমএ/২০২১

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।