ফেসবুক ফিরে আসছে মূল দিকনির্দেশনায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩
ফেসবুক আবার মূল ফোকাসে ফিরছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেটা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বছরের পর বছর ‘মেটাভার্স’-এ মনোযোগ দেয়ার পর, ব্যয় কমানো এবং ব্যবহারকারীর আগ্রহ কমে যাওয়ায় ফেসবুক নতুন দিকনির্দেশনা নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ব্যবহারকারীর বৃদ্ধি থমকে গেছে, তবুও ফেসবুক এখনো বিশ্বের অগণিত মানুষের কাছে জনপ্রিয়।
যুব ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকায় জেন-জেড ধরে রাখতে নতুনভাবে পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। কয়েক মাস আগে কলেজ কেন্দ্রিক ফিচার ব্যর্থ হওয়ার পর এবার নজর পড়েছে ফেসবুক মার্কেটপ্লেসে। মার্কেটপ্লেস বর্তমানে বেশ জনপ্রিয়; যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করে।
নতুন আপডেটে মার্কেটপ্লেসকে অ্যাপের নিচের নেভিগেশন বারে সরাসরি দেখা যাবে। পাশাপাশি রিলস এবং বন্ধু-কেন্দ্রিক অপশনও সেখানে থাকবে। প্রোফাইল ট্যাব আগের অবস্থানে থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে এটি নিজস্বভাবে সাজাতে পারবেন।
ছবি দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আসছে। ছবি একরকম গ্রিডে সাজানো হবে এবং ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে। সার্চও আরও ইন্টারঅ্যাকটিভ হবে এবং নতুন ফুল-স্ক্রিন ভিউয়ারে ছবি ও ভিডিও গভীরভাবে দেখা যাবে।
স্টোরি এবং পোস্ট তৈরি করা সহজ হবে; মিউজিক, বন্ধু ট্যাগিং, এবং অডিয়েন্স সিলেকশন আরও স্পষ্টভাবে দেখানো হবে। কমেন্ট সেকশনেও নতুন সুবিধা যোগ করা হয়েছে—সহজ রিপ্লাই, পিনিং টুল, এবং উন্নত মডারেশন।
ফেসবুকের নতুন দৃষ্টিকোণ বন্ধুত্ব ও আগ্রহের উপর জোর দিচ্ছে। ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় ফিড আপডেট বন্ধ করতে পারবেন, যাতে বিরক্তি কমে।
ফেসবুকের নতুন নেভিগেশন, সার্চ এবং কমেন্ট-সংক্রান্ত পরিবর্তনগুলি প্রথমে মোবাইল সংস্করণে চালু হবে। নতুন আপডেটগুলো আগামী কয়েক সপ্তাহে সারা বিশ্বে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।