বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

মাইক্রোসফটের উইন্ডোজে নিরাপত্তা ত্রুটি, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় জরুরি হালনাগাদ

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৮

ছবি: সংগৃহীত

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটির কারণে মাইক্রোসফট বড় সমস্যায় পড়েছে। ১৭ জানুয়ারি প্রকাশিত প্রথম জরুরি হালনাগাদের পরই ব্যবহারকারীরা একের পর এক সফটওয়্যার ত্রুটিতে পড়েছেন। তাই মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাইক্রোসফট দ্বিতীয়বারের মতো জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে।

প্রথম হালনাগাদের ফলে আউটলুকসহ বিভিন্ন অ্যাপ এবং ক্লাউডভিত্তিক স্টোরেজ সেবা—যেমন ওয়ানড্রাইভ ও ড্রপবক্সে ফাইল খুলতে বা সংরক্ষণ করতে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যারা ওয়ানড্রাইভে পিএসটি ফাইল রেখে আউটলুক ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে অ্যাপটি চালু না হওয়ার সমস্যা ঘটছিল।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন হালনাগাদ ‘KB5078127’ এই ত্রুটিগুলো সমাধান করেছে। যারা ওয়ানড্রাইভ, ড্রপবক্স বা অন্যান্য ক্লাউড স্টোরেজে ফাইল খোলার বা সংরক্ষণের সমস্যা ভুগছেন, তাদের দ্রুত হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। হালনাগাদ ইনস্টল শেষে কম্পিউটার পুনরায় চালু করতে হবে।

তবে এ পর্যন্ত আরও একটি নতুন ত্রুটি ধরা পড়েছে। কিছু সীমিতসংখ্যক উইন্ডোজ কম্পিউটার বুট হচ্ছে না। সমস্যা মূলত উইন্ডোজ ১১-এর ২৫H2 ও ২৪H2 সংস্করণে দেখা গেছে। এই অবস্থায় ব্যবহারকারীদের উইন্ডোজ রিকভারি ব্যবহার করে সিস্টেম পুনরুদ্ধার করতে হচ্ছে। মাইক্রোসফট বিষয়টি তদন্ত করছে, তবে এখন পর্যন্ত স্থায়ী সমাধান দিতে পারেনি।

সূত্র: জেডডিনেট

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top