শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র-স্বাধীনতা হুমকিতে, বললেন বাইডেন

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪, ১১:৩৭

ছবি: সংগৃহীত

ঘরে-বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র রক্ষায় আইনপ্রণেতাদের এক হওয়ার আহ্বানও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে বাইডেন এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনাও করেন বাইডেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এই অবস্থানকে ‘বিপজ্জনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন বাইডেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top