• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রকাশ্যে বিমানের সিটে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে!

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৪

ছবি: সংগৃহীত

লোক দেখানো ভালবাসা আজকাল কেবল মেট্রোতেই নয় বরং ফ্লাইটেও দেখা যাচ্ছে। বিষয়টি পরিষ্কার করি,  একটি বিমানে এক দম্পতির অন্তরঙ্গ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ফ্লাইটে ভ্রমণের সময় তারা একে-অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছেন। আর সেটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন একজন যাত্রী। তিনি ওই যাত্রী যুগলের অন্তরঙ্গ ছবিও সামনে এনেছেন।

নিউ ইয়র্কের একটি বিমানে প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছে এমনই কাণ্ড। বিমানের অন্য যাত্রীরা সেই দৃশ্য দেখে হতবাক হয়েছেন। মোবাইলে ছবি তুলে সেগুলি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় সেগুলি।

ছবি পোস্ট করে বেবিআইবিমাজয়েন্ট নামের এক ইউজার লিখেছেন, ‘বিমানে অপরিচিত লভবার্ডস। ৩০ হাজার ফুট উচ্চতাতেও একে অপরকে জড়িয়ে শুয়ে। প্রায় ৪ ঘণ্টার বিমানে এমন দৃশ্য দেখব ভাবতে পারিনি’।

এক্স ব্যবহারকারীর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের একটি তিন আসনের সারিতে একে-অপরকে জড়িয়ে শুয়ে রয়েছেন দুই তরুণ-তরুণী। মাঝের হ্যান্ডরেস্ট তুলে রীতিমত একে অপরের পা জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন যুগল। হাতের মুদ্রায় প্রেমের হৃদয়-চিহ্নও দেখাচ্ছেন। ছবি তুলে ওই এক্স-ব্যবহারকারী লিখেছেন, 'চার ঘন্টা ধরে ওরা এইভাবেই এল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না!'

ঠিক কোন বিমান বা কবেকার ঘটনা, কিছুই খোলসা নেই পোস্টে। তবে এই নিয়ে নেটদুনিয়া বেশ সরগরম। বিমান ফাঁকা থাকলেও এমন ঘটনা সচরাচর দেখা যায় না।

নেটনাগরিকরা কেউ লিখেছেন, 'এর জন্য কি অতিরিক্ত টাকা লেগেছে?' কেউ লিখেছেন, 'আরে হোটেল অবধি তো অপেক্ষা করতে হয়!' কেউ আবার এতে দোষের কিছু দেখছেন না। 'ওরা অন্যকে বিরক্ত না করলে তো আপত্তির কিছু দেখছি না।' বাস্তবিকই, অন্যেরা কেউ বিরক্ত হয়েছেন বলে ওই ব্যবহারকারী বলেননি। উলটে তাঁর ছবিতেই দেখা যাচ্ছে, পিছনের সারিতে অঘোরে ঘুমোচ্ছেন এক সহযাত্রী।

রীতিমত চক্ষু চড়কগাছ অনেকের! প্রশ্ন উঠছে, বিমানের কর্মীরা কেন এমন কাণ্ড দেখেও বাধা দিলেন না। বিমান সেবিকারা কোথায় ছিলেন? অনেকেই তীব্র প্রতিবাদ করেছেন এমন ঘটনার। কেন অন্য যাত্রীদের এমন দৃশ্য দেখে যাতায়াত করতে হবে প্রশ্ন তুলেছেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top