মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১
বার্তা বিভাগ | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩
 
                                        মেক্সিকোর তাবাসকো রাজ্যে দুর্ঘটনাকবলিত বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ছবি: রয়টার্সের ভিডিও থেকে নেওয়া। মেক্সিকোর তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এস্কারসেগা শহরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য সরকার। খবর বিবিসির।
বাস অপারেটর "ট্যুর’স অ্যাকোস্তা" জানিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। এটি ক্যাংকুন থেকে তাবাসকো যাচ্ছিল, তখনই একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় সম্পূর্ণ পুড়ে যায়।
কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। বাসটি অনুমোদিত গতিসীমার মধ্যেই চলছিল এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কাজ করছি।"
তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং ক্যাম্পেচের ক্যান্ডেলারিয়া মিউনিসিপাল প্রসিকিউটর অফিসে মামলার প্রস্তুতি চলছে।
তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে এবং নিহতদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।
রাজ্যের স্বরাষ্ট্র সচিব রামিরো লোপেজ বলেছেন, "আজকের মধ্যে নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।"
এদিকে, কমালকালকো মিউনিসিপ্যাল কাউন্সিল নিহতদের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহায়তার ঘোষণা দিয়েছে।
বিষয়: দুর্ঘটনায় নিহত ৪১

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।