ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত
Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৫
 
                                        দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সপ্তাহেরও কম সময়। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।
রোববার (২৩ মার্চ) রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে’ প্রতিরক্ষা বাহিনী।
এদিকে হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।
ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে। এরপরই সেখানে আগুন ধরে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনা গেছেও হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।