গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিকসহ নিহত আরও ৬০
Nasir Uddin | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৯:১৫
 
                                        ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও রয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, নিহতদের ২০ জনই খান ইউনিসের বাসিন্দা। খান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আজ মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৬ জন। যাদের মধ্যে ৬ জনই শিশু। এছাড়া পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
এদিকে আল-জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। তিনি বাইত লাহিয়ায় সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। আরও বেশ কয়েকজন ওই হামলায় আহত হয়েছে বলেও জানা গেছে।
যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৩ জনে পৌঁছেছে। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। সেইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।
এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।