ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৭৯
Nasir Uddin | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৩
 
                                        ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দেড় শতকের বেশি মানুষ। নিহতদের মধ্যে ছিলেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্টাভিও ডোটেল। এখব বিবিসির
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ আকস্মিক ধসে পড়ে। ঘটনার পরপরই প্রায় ৪০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের উদ্ধার করেছেন এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছেন।
সরেজমিন দেখা যায়, নৈশ বটির ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। তাদের উদ্ধারে নেমেছেন উদ্ধারকারী। কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই পরিচিতজনের খোঁজে অপেক্ষা করছেন।
জরুরি পরিষেবা কার্যক্রম পরিচালনা কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজের আশা, ধসে পড়া ছাদের নিচে যারা আটকে পড়েছেন, তাদের অনেকেই এখনো জীবিত আছেন।
জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব, যেখানে প্রতি সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্যসঙ্গীতের কনসার্ট অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
মন্তে ক্রিস্তি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও নিহতদের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার। নেলসি ছিলেন সাতবার মেজর লিগ বেসবল অল-স্টার নির্বাচিত হওয়া সাবেক খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।