গাজায় থেমে নেই প্রাণঘাতী হামলা, নিহত আরো ৪০ ফিলিস্তিনি
Nasir Uddin | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২১
 
                                        ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি চালানো অব্যাহত হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চালানো এই হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা লাশ আর আহত মানুষের আর্তনাদ এবং বিপর্যস্ত হাসপাতালগুলো গাজার ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৮৮৬ জনে পৌঁছে গেছে। খবর আনাদোলু এজেন্সি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১১৫,৮৭৫ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসাসেবা নিতেও হিমশিম খাচ্ছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।