একদিনের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩
Nasir Uddin | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১২:৫৪
 
                                        যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের কাছাকাছি একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, পাশাপাশি একজন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীর ওপর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছিল। ২৪ ঘন্টা পেরুতে না পেরুতে দেশটিতে আবার বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
সিবিএস নিউজ এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে, তিনজন আরোহী নিয়ে একটি সেসনা ৩১০ বোকা র্যাটোন বিমানবন্দর থেকে ছেড়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পর সেটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
দুর্ঘটনার পর প্রকাশিত এক বিবৃতিতে বোকা র্যাটোনের মেয়র স্কট সিঙ্গার প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর বোকা র্যাটন বিমানবন্দরের কাছে ইন্টারস্টেট ৯৫-এর কাছে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।