কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:০২

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যভাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাদকবিরোধী অভিযানের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থি নেতা।

হোয়াইট হাউসে বুধবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, পেত্রো যুক্তরাষ্ট্রের প্রতি শুরু থেকেই শত্রুতাপূর্ণ আচরণ করে আসছেন। তিনি আরও সতর্ক করে বলেন, “যদি তিনি নিজের ভালো না বোঝেন, তাহলে বড় সমস্যায় পড়বেন।”

ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া বিপুল পরিমাণ মাদক উৎপাদন করছে এবং সেখানকার কোকেন যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। এ পরিস্থিতিতে পেত্রোর উচিত দায়িত্বশীল আচরণ করা, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “এরপর আমার পালা… আশা করি তিনি আমার কথা শুনছেন।”

এই মন্তব্য আসে এমন সময়, যখন ট্রাম্প নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ক্যারিবীয় সাগরে এক তেল ট্যাঙ্কার দখল অভিযানের কথাও উল্লেখ করেছিলেন।

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনপূর্ণ। দুই দেশের সম্পর্কের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার দীর্ঘদিনের মাদকবিরোধী অংশীদারিত্বকেও প্রভাবিত করতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top