কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ১৪
Nasir Uddin | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১৬
 
                                        ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বড় বাজারের মদনমোহন রোডে অবস্থিত ‘ঋতুরাজ’ নামক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কে আবাসিক হোটেলে থেকে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু হয়। এছাড়া আগুন নেভানোর পর হোটেলের রুম থেকে আরও ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী একটি সরু রাস্তায় আবাসিক হোটেলটির অবস্থান। হোটেলটির ৪৭টি কক্ষের সবকটিতেই মানুষ ছিল। আগুনের চেয়ে ধোঁয়াই পরিস্থিতি আরও জটিল করে তোলে। পুলিশের ভাষ্যমতে—হোটেলের প্রতিটি কক্ষ একেকটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। যেকারণে ফায়ার সার্ভিসের কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিল না। পরে, জানালা ভেঙে মই দিয়ে অনেককে জীবিত উদ্ধার করা হয়। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (নগরপাল) মনোজ বার্মা।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।