পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের
Nasir Uddin | প্রকাশিত: ৭ মে ২০২৫, ১৭:১৮

ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অপারেশন সিঁদুর’ শুধু সামরিক প্রতিশোধ ছিল না, বরং এটি ছিল কৌশলগত হামলা। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ৯টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে, তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না।
ভারতের দাবি অনুযায়ী, হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলাম ও চকওয়াল—এই ৯টি স্থানে ৭০ নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।
এনডিটিভি জানায়, ‘এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং লস্কর-ই-তৈয়্যবা ও জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত শিবিরগুলোকে লক্ষ্য করে সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।’ ভারতের দাবি, ‘‘এই পাল্টা আক্রমণের ফলে ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’’
অন্যদিকে, তবে পাকিস্তানের দাবি, ভারত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং দুটি মসজিদও তাদের লক্ষ্যবস্তু ছিল। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিন বছরের শিশু ও বেশ কয়েকজন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৬ জন।
এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা আক্রমণের দাবি করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তাদের সেনাবাহিনী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়াও, পাকিস্তানের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।