বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

Nasir Uddin | প্রকাশিত: ৮ মে ২০২৫, ১৮:৩০

ফাইল ছবি

ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।

সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে।

এর আগে আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত গত রাতে বিভিন্ন স্থানে হারোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতা ও সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হারোপ ড্রোন ধ্বংস করেছে।

এর আগে বৃহস্পতিবার আরেক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর ১২টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়ে ছিলেন আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি ওই সংবাদ সম্মেলনে বলেন, ৭ ও ৮ মে মধ্যে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারতীয় ওইসব ড্রোন প্রবেশের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় প্রতিহত করা হয়েছে।

এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।

আইএসপিআর প্রধান বলেন, ভারত যেভাবে উসকানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।

তিনি পাকিস্তানি জনগণের উদ্দেশে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং পরবর্তী পরিস্থিতির আপডেট সময়মতো জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top