টেক্সাসে নদীর গর্জনে মৃত্যু–আতঙ্ক, ৮২ জনের প্রাণহানি, নিখোঁজ ৪১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১২:৪৬

টেক্সাসে যেন নেমে এসেছে প্রকৃতির ভয়াল থাবা! শুধু কয়েক ঘণ্টার বৃষ্টিতে নদীর পানি বেড়েছে ২৬ ফুট। এরপরই—দেখা দেয় ভয়াবহ ট্র্যাজেডি।
কেরি কাউন্টি—আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু নিশ্চিত। আরও ৪১ জন এখনো নিখোঁজ, যাদের মধ্যে আছেন ১০ জন কিশোরী, তারা ছিলেন এক খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির ক্যাম্প মিস্টিক-এ।শিশুদের করুণ পরিণতির খবরে কেঁপে উঠেছে টেক্সাস।
স্থানীয় প্রশাসন জানায়—গুয়াদালুপে নদী মাত্র ৪৫ মিনিটে ফুলে-ফেঁপে উঠে প্লাবন নিয়ে আসে। ভেসে গেছে ঘরবাড়ি, গাড়িৃ হারিয়ে গেছে প্রাণ। শুধু কেরি কাউন্টিতেই উদ্ধার হয়েছে ৬৮টি মরদেহ। তার মধ্যে ২৮ জনই শিশু।
শেরিফ ল্যারি লাইথা বলেন—প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে আমরা খুঁজে বের করবো। উদ্ধার অভিযানে মাঠে নামানো হয়েছে হেলিকপ্টার, ড্রোন, সেনা সদস্য ও শতাধিক রেসকিউ টিম।
কিন্তু প্রশ্ন উঠছে—এত বড় বিপর্যয়ের আগে কি যথেষ্ট প্রস্তুতি ছিল?অনেকেই দোষ দিচ্ছেন ট্রাম্প প্রশাসনকে। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁট আর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায়—সতর্কবার্তা সময়মতো পৌঁছায়নি বলে অভিযোগ।
তবে—আবহাওয়া বিভাগ বলছে, তারা ১২ ঘণ্টা আগেই সতর্কতা জারি করেছিল।কিন্তু রাতের আঁধারে পানি যেভাবে হু হু করে ঢুকেছে—তাতে প্রস্তুত হওয়ার সুযোগই পায়নি কেউ।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে—আমরা স্থানীয়দের পাশে আছি, আমাদের প্রার্থনা ও সহানুভূতি তাদের সঙ্গে।টেক্সাসের হিল কান্ট্রি—যেখানে নদী পর্যটন ও শিশু ক্যাম্পগুলো প্রাণ ছিল আজ সেই অঞ্চল ভেসে যাচ্ছে কান্না আর শোকের জোয়ারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।