শ্বাস নিতে পারছি না, আমাকে মেরে ফেলছো: আটকা পড়া ডেইলি স্টার সাংবাদিক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ডেইলি স্টার ভবনের ভেতরে বহু সংবাদকর্মী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
ভবনের ভেতরে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের আতঙ্কের কথা জানান। তিনি লেখেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।”
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।