মিশরে হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল হামাস নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে। এমন কোনো হামলা হলে মিশর কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন তারা।
মিডল ইস্ট আই সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা সূত্র বলছে, ইসরায়েল কায়রোয় হামাস নেতাদের লক্ষ্য করে পরিকল্পনা করছে। গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সময় মিশর এই হত্যাচেষ্টাকে ভণ্ডুল করে দিয়েছিল।
সাম্প্রতিক ঘটনায়, ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের একটি ভবনকে বিমান হামলায় লক্ষ্য করে ইসরায়েল। এতে ছয়জন নিহত হন, যার মধ্যে হামাসের সিনিয়র খলিল আল-হাইয়ার ছেলে ও অন্যান্য দেহরক্ষী ও কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
মিশরীয় সূত্রের মতে, মিশরের মাটিতে কোনো হামলা সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তা কার্যত যুদ্ধ ঘোষণা সমান। মিশর ইতিমধ্যেই সতর্ক করেছে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে দুই পক্ষকে পুনরায় আলোচনায় ফিরতে হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।