মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

সিডনিতে সন্ত্রাসী হামলায় বাবা–ছেলের হাত, নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২

বন্ডি প্যাভিলিয়নের কাছে একটি স্মৃতিস্তম্ভে ফুল দিচ্ছেন তিনজন নারী। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই (Bondi) সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব চলাকালে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বন্দুকধারী বাবা ও ছেলে।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সিডনির বন্ডাই বিচে হানুকা উৎসব উদযাপনের সময় এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। সে সময় ঘটনাস্থলে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিডনি পুলিশ জানায়, সন্দেহভাজন ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ হামলাকে ‘অশুভ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “যে দিনটি আনন্দ ও উৎসবের হওয়ার কথা ছিল, সেদিনই এই হামলা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। অস্ট্রেলিয়ায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই।”

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শোক প্রকাশ করেন এবং ঘটনার পূর্ণ তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সিডনির পুলিশ কমিশনার জানান, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তবে হামলাকারীরা আগে থেকেই গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হয়নি অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান।

এ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলার জন্য দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

হামলার পর নিউইয়র্ক, বার্লিন ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকা অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে অবস্থানরত নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top