ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল আলম
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২২:৪৭

তুরস্কে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
শুক্রবার (১০ অক্টোবর)প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ইস্তানবুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরাইল থেকে ফেরার পথে বিশিষ্ট বাংলাদেশী ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে অভ্যর্থনা জানান।
ইস্তানবুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে শহিদুল আলম।
এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। মুক্তির পর টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৬৯২১) একটি ফ্লাইটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহিদুল আলমের ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি জানান, তুর্কি সূত্র জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৬৯২১ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।