যুদ্ধবিরতির পর গাজায় প্রথম জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৩

ছবি: সংগৃহীত

দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় অনুষ্ঠিত হলো প্রথম জুমার নামাজ। হামাস ও ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির প্রথম ধাপ শুক্রবার বিকেলে কার্যকর হওয়ার পর এমন দৃশ্য দেখা যায়।

দুই বছরের বিধ্বংসী সংঘাতের পর গাজার বাসিন্দাদের জীবনে এটি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। যুদ্ধ ও বোমা হামলার ভয়ে এতদিন যারা নামাজ আদায় করতে পারছিলেন না, তারা আজ খোলা আকাশের নিচে কিংবা অক্ষত থাকা মসজিদগুলোতে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন।

নামাজে অংশ নেওয়া হাজারো মানুষ স্বজন হারানোর বেদনা আর ধ্বংসস্তূপের মাঝেও আল্লাহর কাছে শান্তি ও স্থায়ী নিরাপত্তার জন্য দোয়া করেছেন।

শুক্রবার দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া বহু বাস্তুচ্যুত মানুষ উত্তর গাজার দিকে নিজেদের বিধ্বস্ত বাড়ির উদ্দেশে ফিরতে শুরু করেছেন।

চুক্তির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের কথা রয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এরপরই ইসরায়েলি বাহিনী গাজার কিছু অংশ থেকে অবস্থান পরিবর্তন করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top