শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

আমরা গাজা যুদ্ধ শেষ করেছি, জিম্মিরা ফিরবে: ট্রাম্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি গাজার যুদ্ধ শেষ করতে সফল হয়েছেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, গত রাতে আমরা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। আমরা গাজার যুদ্ধ শেষ করেছি। আশা করি এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি হবে। তিনি আরও নিশ্চিত করেন যে জিম্মিরা শীঘ্রই বাড়ি ফিরবে।

তবে এই যুদ্ধশেষের ব্যাখ্যা নিয়ে রয়েছে ভিন্নমত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, যুদ্ধের সমাপ্তি শুধুমাত্র তখনই ঘোষণা করা যেতে পারে যখন হামাস অস্ত্র ত্যাগ করবে এবং গাজা উন্মুক্ত ও নিরস্ত্রীকৃত হবে। মধ্যস্থতাকারীরা অবশ্য হামাসকে জিম্মি মুক্তি দিতে রাজি করিয়েছেন এই নিশ্চয়তা দিয়ে যে বন্দিরা মুক্ত হওয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করবে না।

এই চুক্তির খবরে গাজার ফিলিস্তিনিরা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলো তীব্র আনন্দে উদযাপন করেছে। গাজার তরুণরা ধ্বংস হওয়া রাস্তায় নেমে নেচে, স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে। গাজা সিটি থেকে বাস্তুচ্যুত ব্যবসায়ী তামের আল-বুরারি বলেন, আমি হাসি আর কান্না থামাতে পারছি না। আমরা বেঁচে গেছি, এটা বিশ্বাস করতে পারছি না।

ট্রাম্পের ২০টি পরিকল্পনার ‘প্রথম ধাপ’ হিসেবে এই সমঝোতা চুক্তি হয়েছে, যার মূল বিষয়বস্তু হলো জিম্মি-কারাবন্দি বিনিময় এবং গাজা থেকে ইসরায়েলের প্রাথমিক সামরিক কার্যক্রম প্রত্যাহার। এই চুক্তিটি মিশরে স্বাক্ষরিত হয়েছে এবং এতে গাজায় দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধ অবসানের পথ খুলবে বলে আশা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top