শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

২ বছর পর গাজায় নীরব রাত! বোমার শব্দ ছাড়া শান্তির নিশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৭:৫৮

সংগৃহীত

অবশেষে! দুই বছর পর ব্যতিক্রমী এক রাত পার করলো ফিলিস্তিনের গাজাবাসী। ইসরায়েল এবং হামাসের মধ্যকার শান্তিচুক্তির পর অবরুদ্ধ এই উপত্যকায় নেই কোনো বোমা হামলা, নেই ড্রোন হামলার শব্দ বা কোনো বিস্ফোরণ। সবকিছু কেমন চুপচাপ—যা ছিল এতদিন নজিরবিহীন।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি এই বিরল মুহূর্তটি বর্ণনা করেছেন এভাবে: আজ রাতে গাজার ওপর যা উড়ছে, তা শুধুই আশা। কোনো ড্রোন নেই, কোনো বোমা নেই, আকাশ কমলা রঙের হয়ে ওঠেনি। নীরবতা এই অঞ্চলে এমন এক বিরল শব্দ, যা প্রায় অদ্ভুত মনে হয়। তিনি জানান, গত কয়েকমাসে এই প্রথম কোনো বিমান হামলা হয়নি।

স্থানীয় একজন নাগরিকের কথায় সেই স্বস্তি স্পষ্ট: আজ ড্রোনগুলো থেমে গেছে, আর সেই ভুমম ভুমম শব্দ নেই। আমরা নিরাপদ, আমাদের সন্তানেরা নিরাপদ। আমরা শান্তিতে আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে একত্র হতে পেরেছি, এটা খুবই ভালো লাগছে। দক্ষিণ গাজার অস্থায়ী শিবিরগুলোতে বারবার বাস্তুচ্যুত পরিবারগুলো অবশেষে শান্তির মুহূর্ত খুঁজে পাচ্ছে।

আরেক নারী আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের ভেতরের ভয় দূর হয়ে গেছে। আজ আমি বাজারে গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করেছি, তাকে আমি দুই বছর ধরে দেখিনি। তাকে দেখতে পেয়ে আমার হৃদয় প্রকৃত আনন্দ ভরে উঠেছে। দীর্ঘ দুই বছর পর গাজার আকাশে নেমে আসা এই নীরবতা কেবল যুদ্ধের বিরতি নয়, এটি হলো বেঁচে থাকা এবং নতুন এক সকালের আশা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top