নেতানিয়াহুকে ট্রাম্পের পরামর্শ: ‘বিবি, এখন ভালো হয়ে যাও!’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৫

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প নেতানিয়াহুর ডাকনাম ধরে বলেন, তুমি এখন আরও ভালো হয়ে যেতে পারো, বিবি। তুমি এখন যুদ্ধে নেই।
ট্রাম্প এই চুক্তি নিয়ে নেতানিয়াহু এবং নিজের প্রশংসা করে বলেন, শান্তি এখন আর কেবল আশা নয়। এটি একটি বাস্তবতা। মার্কিন সহায়তায় ইসরাইল জয়ী হয়েছে। এই সফরের মধ্যেই ইসরায়েল ঘোষণা করেছে— তারা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করবে। ইসরাইলি পার্লামেন্ট তাকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছে।
নেসেট স্পিকার আমির ওহানা ট্রাম্পের প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। শান্তি এগিয়ে নেওয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু কেউ করেনি। তিনি ট্রাম্পকে ইতিহাসের অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।