সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৩:২৪

সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি এবং ১৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এটি মাজার-ই-শরিফ শহরের কাছে ২৮ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। রাজধানী কাবুল থেকেও কম্পন অনুভূত হয়েছে।

গত কয়েক মাসে আফগানিস্তানে বারবার ভূমিকম্প আঘাত হানছে। এর আগে গত ২৪ অক্টোবর ও ১৭ অক্টোবর যথাক্রমে ৩.৭ ও ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। তবে সেসব ভূমিকম্পে কোনো হতাহত হয়নি। এরও আগে, গত ৩১ আগস্ট ৬.০ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দু'হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নতুন এই ভূমিকম্প সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top