সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:০২

সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার এক শক্তিশালী হুঁশিয়ারি দিয়েছেন: “যে কোনো পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত আছে।” মূলত কাশ্মীর ইস্যুকে সামনে রেখে তিনি পাকিস্তানকে এই বার্তা দিয়েছেন। 

নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগস’-এর কার্টেন রেইজার অনুষ্ঠানে তিনি বলেন, অর্থোপুরণ ও যথোপযুক্ত প্রতিরক্ষা সক্ষমতার কারণে ভারত “অপারেশন সিন্দুর” মাধ্যমে পাকিস্তানকে দ্রুত ও রাখঢাকহীন জবাব দিতে সক্ষম হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, “অপারেশন সিন্দুর ছিল শুধু একটি ট্রেলার, যা মাত্র ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে।” 

 ভবিষ্যতে যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এলে ভারত “দায়িত্বশীল আচরণ শেখাতে” প্রস্তুত থাকবে, তাঁর ভাষ্য। 

জেনারেল দ্বিবেদী বলেন, যুদ্ধ কতদিন চলবে তা বলা যায় না — “এইবার ৮৮ ঘণ্টা, পরেরবার চার মাস বা চার বছরও হতে পারে।” তাই দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত খাদ্য, সরঞ্জাম ও অস্ত্রভান্ডার নিশ্চিত করা জরুরি। 

তিনি আরও বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একটি “নতুন নর্মাল” গড়েছে। যদি কোনো প্রতিবেশী দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসকে উৎসাহ দেয়, তাহলে ভারতেও ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাঁর কথায়, “কথা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না।” 

জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও তিনি দাবি করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top