যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের বাংলাদেশ সফর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:০১
যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান বাংলাদেশ সফরে এসে উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমের পরিদর্শন এবং ভবিষ্যতে নীতি নির্ধারণে তথ্য সংগ্রহ করা।
সফরের শুরুতেই, তিনি ইউএনএইচসিআর (জাতিসংঘের শরণার্থী সংস্থা) এর প্রতিনিধিদের সঙ্গে একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, যা ইউনিসেফ এবং বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এর সহায়তায় পরিচালিত হচ্ছে। এরপর তিনি রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন, তাদের জীবনযাত্রা এবং বর্তমান পরিস্থিতিতে স্বনির্ভর হওয়ার প্রক্রিয়া জানার জন্য।
চ্যাপম্যান তার সফরে ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) এর পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) ও এলএসডিএস এর উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন তার বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুভি এবং মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস গলশেটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।