ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ৩ নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলে আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:২২
ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩টি নৌকা ও ৭৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) টহল অভিযানের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনের কাছে নজরদারি চালানোর সময় কোস্ট গার্ডের টহলদল বাংলাদেশি নৌকাগুলোকে আটকে ফেলে। তাদের অভিযোগ, জেলেরা বৈধ অনুমতিপত্র ছাড়াই ভারতীয় জলসীমার ভেতরে মাছ ধরছিলেন। নৌকাগুলো থেকে তাজা মাছ, জাল ও অন্যান্য মাছ ধরার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
আটকের পর নৌকা ও জেলেদের পশ্চিমবঙ্গের ফ্রাজেরগঞ্জে নিয়ে গিয়ে নৌ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে— তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশি জেলেদের ভারতীয় জলসীমায় আটকের ঘটনা নতুন নয়। অভিযোগ রয়েছে, কখনো কখনো বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও ভারতীয় বাহিনী জেলেদের তুলে নিয়ে যায়।
এদিকে এর আগে ২৩ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া অঞ্চলে একটি ভারতীয় ট্রলার আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলারটির নাম ছিল ‘এফবি এনি’, যেখানে ৯ জন ভারতীয় জেলে ছিলেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ট্রলারটির সব জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। তাদের আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।