মেক্সিকোতে মেয়রের মৃত্যু ঘিরে জেন-জির বিক্ষোভ, অন্তত ১৫০ আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:১২
দেশের বিভিন্ন শহরে সম্প্রতি ভয়াবহ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মেক্সিকো। রোববার (১৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক মেয়রের মৃত্যু ও প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম-এর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
শনিবার হাজারো মানুষ রাজধানী মেক্সিকো সিটি-এর রাস্তায় নেমে সহিংস অপরাধ এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালান। ক্রমে অন্যান্য শহরেও একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেইনবাউম অভিযোগ করেছেন, এসব বিক্ষোভ ডানপন্থি রাজনীতিকদের অর্থায়নে সংগঠিত হয়েছে।
বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জেন-জির তরুণ সংগঠনগুলো, যারা সম্প্রতি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে উরুয়াপানের মেয়র কার্লোস মানজোর হত্যার পর জনরোষ তীব্র হয়েছে। মানজো প্রকাশ্যে কার্টেল ও সশস্ত্র পাচারচক্রের বিরুদ্ধে কথা বলতেন। ১ নভেম্বর ‘ডে অব দ্য ডেড’ উৎসবে যোগদানকালে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
বিক্ষোভকারীরা ‘আমরা সবাই কার্লোস মানজো’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন এবং কাউবয় হ্যাট পড়ে মেয়রের প্রতি সম্মান জানান। রাজধানীর ন্যাশনাল প্যালেস-কে রক্ষার জন্য স্থাপিত ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছোড়ে। নিরাপত্তা বাহিনী ২০ জনকে গ্রেপ্তার করেছে।
শেইনবাউম বলেন, “যুবকদের দাবি থাকতে পারে, কিন্তু আন্দোলনকে কে সংগঠিত করছে তা জনগণকে জানতে হবে যেন তারা ব্যবহার না হয়।” দায়িত্বের প্রথম বছরেই তার জনসমর্থন ৭০ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশংসা পেয়েছেন ফেন্টানিল পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে। তবে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ও পেরুর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।