সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

দ্রুত গতির বাসে প্রাণ গেল ১৬ জনের: ইন্দোনেশিয়ায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন। সোমবার ভোরে জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

দেশটির উদ্ধারকারী সংস্থা জানায়, মহাসড়কের একটি ইন্টারচেঞ্জ মোড়ে মোড় নেওয়ার সময় বাসটি প্রচণ্ড গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অবকাঠামোর সাথে ধাক্কা খেলে মুহূর্তেই বাসটি উল্টে যায়।

ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় ৩৪ জনকে। যার মধ্যে ১৫ জনই মারা যান ঘটনাস্থলে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতরা চিকিৎসাধীন আছেন সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, পুরনো যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ না করা এবং ট্রাফিক আইন অমান্য করায় ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top