উন্নতির জন্য পরিবর্তন প্রয়োজন:মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩

সংগৃহীত

নব্বইয়ের দশকে বলিউডের পর্দা মানেই ছিল মাধুরী দীক্ষিতের দাপট। ‘তেজাব’ ও ‘হাম আপকে হ্যায় কৌন’ মতো সিনেমার মাধ্যমে তিনি নিজেকে সময়ের অবিসংবাদিত কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে খ্যাতি, সাফল্য ও সর্বোচ্চ পারিশ্রমিকের আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য সংগ্রাম, যেখানে বারবার বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী তার ক্যারিয়ারের শুরুর সংগ্রাম, পারিশ্রমিক বৈষম্য এবং ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, “উন্নতির জন্য পরিবর্তন প্রয়োজন। একসময় সেটে নারী বা পুরুষ শিল্পীদের জন্য ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা ছিল না। রোদে ছাতা নিয়ে বসে থাকতে হতো, এমনকি ওড়না পেঁচিয়ে আড়াল তৈরি করে পোশাক পরিবর্তন করতে হতো। আজ অন্তত সেই জায়গাগুলোতে পরিবর্তন এসেছে।”

পারিশ্রমিক বৈষম্য প্রসঙ্গে মাধুরী আক্ষেপ করে বলেন, “প্রতিটি ইন্ডাস্ট্রিতে সমান পারিশ্রমিক বা কিছু বিষয়ে বৈষম্য দেখা যায়। তবে যদি কোনো অভিনেত্রী প্রমাণ করতে পারেন যে তিনি সিনেমা হলে দর্শক টানতে পারেন, প্রযোজকরা অবশ্যই বিষয়টি বিবেচনা করেন। নারী বা পুরুষ—দিনশেষে স্টারডমই প্রমাণ করে।”

সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু মাধুরীর অভিনয়ের প্রভাব আজও অটুট। নব্বইয়ের দশকে সাহসী ও নারীকেন্দ্রিক চরিত্রে তিনি প্রথা ভেঙেছিলেন, আজ বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নতুন প্রজন্মের কাছে নিজের অভিনয়ের শক্তির স্বাক্ষর রেখেছেন। মাধুরী প্রমাণ করেছেন, শুধু তারকা হওয়া নয়—সময়কে অতিক্রম করে টিকে থাকা হল আসল সাফল্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top