ফিলিস্তিন রাষ্ট্রকে কবর দিতে ইসরায়েলের নতুন ১৯ বসতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে বাধা দিতে এবার পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বিবিসিকে জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে পুরোপুরি ‘কবর দেওয়ার’ লক্ষ্যেই এই পরিকল্পনা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের অনুমোদনে প্রস্তাবটি পাস হয়েছে।
আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে গত ৩ বছরে এই দখলদারিত্ব বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বর্তমান সরকার আসার আগে বসতি ছিল ১২৮টি, যা এখন পৌঁছেছে ১৭৮টিতে। নতুন ১৯টি যুক্ত হলে এই সংখ্যা আরও বাড়বে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে হুমকির মুখে ফেলবে। সৌদি আরবও ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি এই অবৈধ বসতিগুলোতে বাস করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।