মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:১১

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন।

বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শোকবার্তায় বলা হয়েছে, “বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে।”

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানিয়েছেন, খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কের ধারা বজায় থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top