শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

৩০ বছর পর প্রথম শিশুর জন্ম ইতালির এক গ্রামে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

সংগৃহীত

ইতালির আবরুজো অঞ্চলের পাগলিয়ারা দেই মার্সি গ্রামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশু জন্ম গ্রহণ করেছে। লারা বুসি ট্রাবুক্কো নামে এই শিশুর আগমনে গ্রামের জনসংখ্যা বেড়ে প্রায় ২০-এ দাঁড়িয়েছে। গ্রামের বিড়ালগুলো ছাড়াও সব বাসিন্দা জন্মের আনন্দ উদযাপন করেছে।

শিশুটির মা সিনজিয়া ট্রাবুক্কো জানিয়েছেন, “যারা আগে গ্রামটির কথা জানত না, তারা এখন লারার কথা শুনে এখানে আসছে। মাত্র নয় মাস বয়সেই সে বিখ্যাত হয়ে গেছে।”

এ ঘটনার প্রেক্ষাপটে ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্ট্যাট জানিয়েছে, দেশে জন্মহার টানা ১৬ বছর ধরে নেতিবাচক। ২০২৪ সালে দেশটিতে মাত্র ৩ লাখ ৬৯ হাজার ৯৪৪ শিশু জন্মেছে, গড় সন্তান জন্মদানের হার ছিল ১.১৮, যা ইউরোপের মধ্যে অন্যতম নিম্ন। আবরুজো অঞ্চলে সংকট আরও প্রকট, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে জন্মহার ১০.২ শতাংশ কমেছে।

স্থানীয় মেয়র জিউসেপিনা পেরোজ্জি বলেছেন, “পাগলিয়ারা দেই মার্সি চরম জনশূন্যতায় ভুগছে। নতুন প্রজন্ম না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। লারা জন্মের ফলে আমরা আশা করছি অন্যরাও পরিবার শুরু করবে।”

সরকারি প্রণোদনার আওতায় লারা জন্ম নেওয়া দম্পতি ১ হাজার ইউরো বোনাস এবং প্রতি মাসে শিশুভাতা হিসেবে প্রায় ৩৭০ ইউরো পাচ্ছেন। তবে ইতালির অপর্যাপ্ত চাইল্ডকেয়ার ব্যবস্থা ও সাপোর্ট ব্যবস্থার ঘাটতি এখনও সমস্যা হিসেবে রয়ে গেছে।

গ্রামটির উদ্ভাবনী জন্মের ঘটনা শুধু আশার প্রতীক নয়, বরং দেশের জনসংখ্যা সংকট এবং বয়স্ক জনগোষ্ঠীর বাড়বাড়ন্তের বাস্তব চিত্রকেও তুলে ধরে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top