খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা বলছে ইরানি দূতাবাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৬:১৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেশত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানি দূতাবাস। সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ছড়িয়ে পড়া এসব খবরকে গুজব ও অপপ্রচার হিসেবে অভিহিত করেছে তারা।
রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তিনি পরিবারের প্রায় ২০ জন সদস্যকে নিয়ে দেশত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়ানো হয়। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর নামও আলোচনায় আসে।
তবে এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, খামেনির দেশত্যাগ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। ফলে বিক্ষোভের কারণে তার দেশত্যাগের খবর বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিল নেই।
ইরানি দূতাবাস এসব তথ্যকে শত্রু রাষ্ট্রগুলোর অপপ্রচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়।
সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। অনেক এলাকায় দোকানপাট বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি তুলছেন।
একই সময়ে সরকারের সমর্থনেও বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কেরমানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে খামেনির প্রতি সমর্থন জানাচ্ছেন এবং সরকারপন্থি স্লোগান দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, অভ্যন্তরীণ মতভেদ থাকলেও এখনো সরকারের ওপর নিয়ন্ত্রণ শক্ত রয়েছে।
এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি দেশটির বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন। তাদের দাবি, খামেনিবিরোধী আন্দোলনের পেছনে মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।
এদিকে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, চলতি মাসের ৩ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া খামেনির ভাষণই প্রমাণ করে তিনি এখনও সক্রিয়ভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, তেহরানের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং খামেনির দেশত্যাগের খবর পুরোপুরি ভুয়া। একই সঙ্গে যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।