প্রধানমন্ত্রী পদে হিন্দু থাকবেই? হিমন্ত-ওয়াইসির বিতর্ক তীব্র আকার নিচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৬:২৩
ভারতের প্রধানমন্ত্রী পদ নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী পদে সব সময় একজন হিন্দু ব্যক্তিই বসবেন।
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অল ইন্ডিয়ান মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, “হিমন্ত বিশ্বশর্মার মাথায় টিউবলাইট রয়েছে এবং তিনি সংবিধানের মর্ম বুঝতে অক্ষম।” ওয়াইসি আরও উল্লেখ করেন, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কোনো নাগরিককে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। তিনি স্বপ্ন দেখেন, একদিন হিজাব পরা একজন নারীও ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন।
এরপর হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছেন, সংবিধানে কোনো বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। তবে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু সভ্যতার ধারক হওয়ায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, দেশের প্রধানমন্ত্রী পদে সব সময় একজন হিন্দুই থাকবেন।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই প্রসঙ্গে বলেন, ওয়াইসি যদি হিজাব পরা নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে আগে নিজের দল এআইএমআইএমে এমন একটি নারীকে সভাপতি পদে নির্বাচিত করুন।
ওয়াইসি এই প্রতিক্রিয়ার জবাবে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, হিমন্ত বিশ্বশর্মার মানসিকতা সংকীর্ণ এবং সংবিধানের বিরোধী। বাবাসাহেব ডঃ আম্বেদকর হিমন্ত বিশ্বশর্মার তুলনায় অনেক বেশি শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন, যার ফলে সংবিধান তৈরি করেছেন যা সকল নাগরিককে সমান অধিকার দেয়।
এই ধর্মীয় পরিচয়ভিত্তিক মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং নাগরিক অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।