সারা দেশ অচল
ইরানে ১৫ দিন ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১০:০৪
ইরানে ১৫ দিন ধরে চলা তুমুল সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩৮ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা এইচআরএএনএ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাশাপাশি সংস্থাটির দাবি, গ্রেপ্তারকৃতের সংখ্যা ১০ হাজার ৬০০-এর বেশি, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
গত কয়েক দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় সঠিক তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। রাজধানী তেহরানের হাসপাতালগুলোর মর্গ ইতোমধ্যেই লাশে পূর্ণ হয়ে গেছে, নতুন মরদেহ ফেরত পাঠাতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালকর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের ভিড়ে হাসপাতালগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে।
সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিরপেক্ষভাবে সংখ্যা যাচাইয়ের চেষ্টা করলেও দেশটির যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতার কারণে তা সম্ভব হয়নি।
বিক্ষোভের পেছনের মূল কারণ ইরানের ভঙ্গুর অর্থনীতি এবং মুদ্রার চরম অবমূল্যায়ন। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে ৯ লাখ ৯৪ হাজার ৫৫-এ পৌঁছেছে। ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।
গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার ব্যবসায়ীরা উচ্চমূল্যস্ফীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন, যা বর্তমানে ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে দেশকে অচল করে দিয়েছে। বিক্ষোভকারীরা এখন শুধু জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নয়, বড় রাজনৈতিক পরিবর্তনেরও দাবি তুলছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়ায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সতর্ক করেছেন, সরকার নিষ্ঠুর পন্থায় দমন করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের অভিযোগ শোনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিক্ষোভকারীরা এখনও রাজপথে অনড় অবস্থানে রয়েছেন।
সূত্র: এএফপি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।