রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সরকারি কর্মকর্তার গুলিতে নারীর মৃত্যু:

এবার যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নামলেন হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮

শনিবার (১০ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নামে হাজারও মানুষ/ ছবি: এএফপি

মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার পর শনিবার (১০ জানুয়ারি) শহরজুড়ে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এ ঘটনায় দেশজুড়ে এক হাজারেরও বেশি বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের ৩৭ বছর বয়সী রেনে গুড বুধবার (৭ জানুয়ারি) আইস কর্মকর্তার গুলিতে নিহত হন। মিনিয়াপোলিসের বিক্ষোভকারীরা গুডের নাম ধরে স্লোগান দেন ও ‘অ্যাবলিশ আইস’, ‘নো জাস্টিস, নো পিস-গেট আইস অব আওয়ার স্ট্রিটস’ মতো ন্যারো স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া ৩০ বছর বয়সী এলিসন মন্টগোমারি রয়টার্সকে বলেন, “আমি ভীষণ ক্ষুব্ধ, হৃদয়ভাঙা ও বিধ্বস্ত। একই সঙ্গে ভেতরে একটি আশা আছে যে, কিছু ভালো হবে।”

মিনেসোটা কর্মকর্তারা ঘটনার পর বলেছিলেন, গুলির ঘটনা অযৌক্তিক। তাদের ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, গুডের গাড়িটি আইস কর্মকর্তার দিক থেকে সরে যাচ্ছিল। তবে আইসের তত্ত্বাবধায়ক সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, ওই কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালান।

এদিকে, ঘটনাটি ঘটে এমন সময়ে মিনিয়াপোলিস–সেন্ট পল এলাকায় প্রায় দুই হাজার ফেডারেল কর্মকর্তা মোতায়েন ছিলেন। ডিএইচএস এটিকে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছে। এর ফলে রাজ্যের ডেমোক্র্যাট নেতৃত্ব ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ঘটনার পর দিন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওরেগনের পোর্টল্যান্ডেও একটি গাড়ি থামানোর চেষ্টার সময় বর্ডার প্যাট্রোল কর্মকর্তার গুলিতে এক নারী ও এক পুরুষ আহত হন। ডিএইচএস বলেছে, চালক গাড়িটিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করতে চেয়েছিলেন।

এর প্রেক্ষিতে প্রগতিশীল ও নাগরিক অধিকার সংগঠনগুলো ‘আইস আউট ফর গুড’ ব্যানারে দেশজুড়ে এক হাজারেরও বেশি কর্মসূচি ঘোষণা করেছে। ফিলাডেলফিয়ায় বিক্ষোভকারীরা সিটি হল থেকে ফেডারেল আটক কেন্দ্রে মিছিল করেন। নিউইয়র্কের ম্যানহাটনেও অভিবাসন আদালতের পাশে কয়েকশ মানুষ মিছিল করেন।

ইন্ডিভিজিবলের সহ-নির্বাহী পরিচালক লিয়া গ্রিনবার্গ বলেন, “আমরা রেনের জন্য বিচার চাই, সমাজ থেকে আইসকে বের করতে চাই ও নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কার্যকর পদক্ষেপ চাই। যথেষ্ট হয়েছে।”

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top