মার্কিন বিচার বিভাগ প্রকাশ করল জেফরি এপস্টেইনের গোপন নথি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩
মার্কিন বিচার বিভাগ শুক্রবার (৩০ জানুয়ারি) কলঙ্কিত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের তদন্ত সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রকাশিত নথিতে ২ হাজারেরও বেশি ভিডিও, ১ লাখ ৮০ হাজার ছবি এবং এপস্টেইনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত তথ্য রয়েছে। ইমেইলে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, ব্রিটিশ সাবেক প্রিন্স অ্যান্ড্রু এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা হাওয়ার্ড লুটনিকসহ বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে এপস্টেইনের যোগাযোগ ছিল।
তবে নথি প্রকাশে কিছু অসন্তোষও আছে। এপস্টেইনের হাতে নির্যাতিত বেঁচে থাকা ব্যক্তিরা অভিযোগ করেছেন, ভুক্তভোগীদের নাম প্রকাশিত হলেও অনেক প্রভাবশালীর নাম আড়াল করা হয়েছে।
বিচার বিভাগ জানিয়েছে, ২০ বছরের তদন্তের তথ্য এই নথিতে রয়েছে, কিন্তু শিশু যৌন নির্যাতন বা ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত স্পর্শকাতর কিছু তথ্য গোপন রাখা হয়েছে। প্রকাশিত নথি ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের কথিত অপরাধমূলক সম্পর্ক প্রমাণিত হয়নি, তবে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে তার সম্পর্কের কড়ি উন্মোচিত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।