বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৮

ছবি: সংগৃহীত

সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার জন্য নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নীতিমালা আজ থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা–২০২৬’ নামে নতুন নীতিমালা জারি করেছে।

নীতিমালাটি দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের জন্য প্রযোজ্য হবে। শিক্ষা সচিব রেহেনা পারভীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। এই শূন্য পদের বিপরীতে অনলাইনে বদলির আবেদন আহ্বান করা হবে।

শিক্ষক বা শিক্ষিকারা প্রথম যোগদানের পর দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী বদলির জন্য কমপক্ষে দুই বছর থাকা বাধ্যতামূলক। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে আবেদনকারী শিক্ষক নিজ জেলার শূন্য পদে আবেদন করতে পারবেন। নিজ জেলার শূন্য পদ না থাকলে একই বিভাগের অন্য জেলার শূন্য পদের জন্য আবেদন করা যাবে।বিশেষ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থল সংশ্লিষ্ট জেলায় বদলির আবেদন করা যাবে।একাধিক আবেদন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নারী প্রার্থী, দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে। জ্যেষ্ঠতা গণনা করা হবে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।

এক প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের অবমুক্তির ব্যবস্থা করবেন এবং পরবর্তী ১০ দিনের মধ্যে শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে শিক্ষক বদলির জন্য যোগ্য হবেন না।

নতুন নীতিমালার জারি হওয়ায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top