রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রামেকে করোনার উপসর্গে মৃত্যু ২ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১৮:২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। তবে এই সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজনেরই উপসর্গে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর একজন ও কুষ্টিয়ার একজন। এছাড়া ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪০ জন, করোনা আক্রান্ত নয় জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন।

রামেক পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে একজন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৭ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূণ্য দশমিক ৫০ শতাংশ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top