• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জাপার সাবেক সাংসদ শামীম হায়দার পাটোয়ারির সংবাদ প্রকাশ বয়কট

সুজন হাসান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৬:৩৮

ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং দশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনা ঘটে। এতে নিন্দা জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব।

একইসঙ্গে শর্তহীন এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা না হলে এ ঘটনার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারির ইতিবাচক সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি৷ এক বিবৃতিতে ক্লাবের সকল সদস্যের পক্ষে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভাপতি নজরুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

এদিকে বিবৃতিতে নেতারা বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্যাম্পাসে কর্মরত ছাত্র সাংবাদিকদের বিরুদ্ধে যে সিন্ধান্ত নিয়েছে তা গণমাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরণের উদ্যোগ নিয়ে তাদের অনিয়ম-অপকর্মকেই আড়াল করতে চাইছেন।

অবিলম্বে ছাত্র সাংবাদিকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাংবাদিক সমিতির কার্যক্রম চালু এবং যারা এই ধরণের উদ্যোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন নেতারা। একই সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সকল সংবাদ বর্জনের ঘোষণা দেন তারা। এ ঘটনার প্রেক্ষিতে যে কোন ধরণের আন্দোলন-কর্মসূচিতে একাত্মতা ঘোষনা করেন নেতারা।

বুধবার (১৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও রেজিস্ট্রার (ইনচার্জ) আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকতা পেশায় যুক্ত দশ শিক্ষার্থীকে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চলছে নানা সমালোচনা। এ ঘটনায় নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ সাংবাদিক নেতারা৷



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top