হোয়াটসঅ্যাপে পরিচয় চুরি, ভক্তদের সতর্ক করলেন কৃতি খারবান্দা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪
ডিজিটাল যুগে তারকাদের নিরাপত্তা ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এবার হোয়াটসঅ্যাপে নিজের পরিচয় চুরির শিকার হলেন বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা। এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রতারণার চেষ্টা করছে—এমন তথ্য সামনে আসতেই প্রকাশ্যে ভক্তদের সতর্ক করলেন এই অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি একটি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, ওই নম্বরটি তার নয়। ক্ষোভ প্রকাশ করে কৃতি লেখেন, “এটা ঠিক নয়। মোটেও ভালো বিষয় না। এটা আমার নম্বর নয়। নিজেকে অন্য কেউ সেজে উপস্থাপন করা স্পষ্টতই পরিচয় চুরির শামিল। সাবধান থাকুন।” তার এই সতর্কবার্তা দ্রুতই ভক্তদের নজর কাড়ে।
সাম্প্রতিক সময়ে সেলিব্রিটি ও জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে অনলাইন ছদ্মবেশ ও সাইবার জালিয়াতির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক ক্ষেত্রেই ভক্তদের বিভ্রান্ত করে অর্থ বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াই এসব প্রতারণার মূল উদ্দেশ্য। বিষয়টি দ্রুত প্রকাশ্যে এনে কৃতি খারবান্দা তার অনুসারীদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন।
কৃতির সতর্কবার্তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাকে ধন্যবাদ জানান। অনেকেই অনলাইন পরিচয় চুরির বিরুদ্ধে আরও কঠোর আইন ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।
যদিও এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী নিশ্চিত করেননি। তবে তার এই পদক্ষেপ অনলাইনে সতর্ক থাকার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, অচেনা নম্বর থেকে আসা বার্তা যাচাই না করে বিশ্বাস করা কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার করা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
উল্লেখ্য, কৃতি খারবান্দাকে সবশেষ দেখা গেছে চলতি বছরের জুনে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রানা নাইড়ু সিজন ২’-এ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রানা দাগ্গুবতি, ভেঙ্কটেশ দাগ্গুবতি, প্রিয়া ব্যানার্জিসহ আরও অনেকে।
হিন্দি ও কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। তার সাম্প্রতিক এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করল—ঝলমলে তারকা জীবনের আড়ালেও ডিজিটাল নিরাপত্তা আজ এক বড় চ্যালেঞ্জ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।