• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩১

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপরে সুবর্ণচর উপজেলার উপজেলার চরক্লাকর্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। কিন্তু বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচনে দায়িত্বরতদের ট্রেনিং থাকায় কোনো ক্লাস না হওয়ায় সে বাড়ি চলে যায়।

দুপুরে ফাহিম তাদের বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসক দেখালে তিনি মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে।
  
বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চরজব্বর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top